ফর্ম ৭ জমাকে ঘিরে ছাতনা বিডিও অফিস উত্তাল,পুলিশের সামনেই তৃণমূল–বিজেপি ধস্তাধস্তি!

ঘটনার পর বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জানিয়েছে, ফর্ম–৭ জমার নামে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

Update: 2026-01-15 13:59 GMT



বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ছাতনায় ফর্ম–৭ জমাকে ঘিরে আজ চরম উত্তেজনা ছড়াল।বিডিও অফিস কার্যত উত্তাল হয়ে ওঠে এদিন। ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ফর্ম–৭ জমা দিতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র দাবি করেন—ছাতনায় কোনও বাংলাদেশি নেই, তাই ফর্ম–৭ জমা দেওয়া যাবে না। এই নিয়েই উত্তেজনা চরমে ওঠে। খোদ জয়েন্ট বিডিওর ঘরেই পুলিশের সামনেই তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয় ধস্তাধস্তি । বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে লাঠি–সোঁটা নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় বিজেপির মহিলা নেত্রী ছবি দাশগুপ্ত আহত হয়েছেন।তিনি ছাতনা থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।

ঘটনার পর বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপারের অফিসেও জান জেলা নেতৃত্ব। যদিও তৃণমূল কংগ্রেস বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জানিয়েছে, ফর্ম–৭ জমার নামে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে

।👇 দেখুন ঘটনার আনকাট লাইভ ভিডিও

Full View


Tags:    

Similar News