ভোটে কারচুপির আশঙ্কা!জেলায় নির্বাচনী প্রচারে এসে ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত ভোট মেশিন পাহারার পাঠ দিলেন মমতা।

Update: 2021-03-22 13:05 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালাবে এমন আশঙ্কার পাশাপাশি ভোট গ্রহন থেকে গণনা পর্যন্ত ভোট মেশিনে কারচুপি করাও হতে পারে তেমনটাই মনে করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জেলায় ঝটিকা সফরে এসে তিন তিনটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি।


 জেলার প্রথম সভা ছিল কোতুলপুরে। সেই নির্বাচনী মঞ্চেই বিজেপির ভোট লুঠ ঠেকাতে তিনি মা,বোন দের খুন্তি,হাতা, ঝাঁটা নিয়ে প্রতিরোধের নিদান দিয়ে বলেন প্রতিরোধ বাহিনীর প্রথমে খেলবে মহিলারা আর তার পিছনের সারিতে থাকবে ভাইয়েরা। পাশাপাশি, বিজেপির টাকা দিয়ে ভোট কেনার কৌশল ভেস্তে দেওয়ারও দাওয়াই দেন তিনি। এমনকি ভোট গ্রহণ থেকে ভোট গণনা পর্যন্ত যে কোন সময় ভোট মেশিনে কারচুপি হতে পারে ।

এমনকি তৃণমূলের কাউন্টিং এজেন্টদের ড্রাগ মেশানো খাবার খায়িয়ে ভোট গণনা কেন্দ্রেও কারচুপি করতে পারে বিজেপি এমন অভিযোগ তুলে নিজেদের এজেন্টদের ভোট পাহারার পাঠও দিলেন তৃণমূল সুপ্রিমো।


 মুলত তিনটি নির্দেশ পালন করে ভোট মেশিন রক্ষার নিদান দেন তিনি। আসুন এক নজরে জেনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট মেশিন পাহারার পাঠ।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News