#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য জোর সওয়াল করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ গঙ্গাজলঘাটির রাধামাধবপুর ফুটবল মাঠে জল প্রকল্পের শিলান্যাস আনুষ্ঠান মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে এক হাত নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সেনাকে নিয়ে, রাজনীতি করার আভিযোগও তোলেন এই যুব নেতা। সার্জিক্যাল স্ট্রাইকে মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, আভিনন্দন বর্তমানের ফিরে আসা নিয়ে দিল্লীর সরকার রাজনীতি করছে বলে তোপও দাগেন আভিষেক। এমনকি, সেনা কারও 'পৈতৃক সম্পত্তি 'নয় তাও মনে করিয়ে দিয়ে বলেন, পাকিস্তানে বায়ু সেনার সার্জিক্যাল স্ট্রাইকে কত জন মারা গিয়েছে তা সারা বিশ্ব জানুক।এ নিয়ে প্রশ্ন যখন উঠছে? তখন তা নিয়ে প্রকৃত তথ্য দিক দিল্লীর সরকার। অভিনন্দন কে ফিরিয়ে আনার প্রসঙ্গ তুলে, প্রধানমন্ত্রী কে চ্যালেঞ্জ ছুঁড়ে আভিষেক বলেন, ক্ষমতা থাকলে পাকিস্তান থেকে জঙ্গি নেতা হাফিজ সঈদ কে ফিরিয়ে আনুক, বিদেশ থেকে নীরব মোদি, ললিত মোদীদের ফিরিয়ে এনে দেখাক মোদী সরকার। এদিন জেলার মেজিয়া,গঙ্গাজলঘাটি, ইন্দপুর,তালডাংরা এই চারটি ব্লকের পানীয় জলের সমস্যা মেটাতে ১০৭৮.৳২ কোটি টাকার জল প্রকল্পের শিলান্যাস হল।প্রকল্পটি রূপায়িত হলে মোট ৮,৭৭,৫৮৪ জন মানুষ উপকৃত হবেন বলে জানা গেছে।
#দেখুন🎦 ভিডিও👇[embed]Full View href="https://www.bankura24x7.com/shaping-light-lets-2d-microscopes-capture-4d-data-by-bankuras-chayan-dutta/img-20190222-wa0013/" rel="attachment wp-att-3698">