গঙ্গাজলঘাটিতে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য!
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ সকালে জেলার গঙ্গাজলঘাটির গোবিন্দ প্রসাদ সিংহ কলেজের কাছে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় এক পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে পোঁছলেও তিনিও মৃত ব্যক্তির নাম জানাতে পারেন নি। কি করে এই ব্যক্তির মৃত্যু হয়েছে তার প্রমান পেতে মৃতদেহ মময়নাতদন্তের জন্য পাঠায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ।
তবে,স্থানীয়দের দাবী,গলায় দড়ি দিয়ে ঝোলার পর দেহটি মাটিতে পড়ে যায়। বৃষ্টির জেরে লোকজন এলাকায় বের না হওয়ায় বেলার দিকে ঘটনা টেরপান এলাকার মানুষ। সাথে,সাথে তারা থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেয় উদ্ধার করে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]