এলাকার সাংসদ ও বিধায়ককে বাদ দিয়ে বড়জোড়ার কোলিয়ারীর জমির মূল্য নির্ধারণ, প্রতিবাদে গন অবস্থানে সাংসদ সৌমিত্র খাঁ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার দুই কোলিয়ারীতে জমিহারাদের জমির দাম নির্ধারণ বৈঠকে সাংসদ ও এলাকার বিধায়কদের না ডেকে তৃণমূল নেতাদের উপস্থিতিতে ঠিক করা ক্ষতিপূরণ প্যাকেজ বাতিল করে,অবিলম্বে একর প্রতি ন্যুনতম ত্রিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবী তুলে গণ অবস্থানে বসলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি,তিনি এলাকার বাস্তুহারা,জমিহারা ও সাধারণ বাদিন্দাদের এই কোলিয়ারীতে চাকরি দেওয়ার দাবীতেও সরব হন। প্রসঙ্গত,বড়জোড়ার বাগুলি ও ট্রান্স দামোদরের চূনাপোড়ার খোলামুখ কোলিয়ারীর ক্ষতিপূরণ প্যাকেজ ও জমির দাম নির্ধারণ নিয়ে তৈরি জট খুলতে জেলা শাসকের সাথে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও জমিদাতাদের প্রতিনিধিদের নিয়ে কোলিয়ারী কমিটি বৈঠকে সম্প্রতি জমি অধিগ্রহণের নুতন দাম নির্ধারণ করা হয়। ফের বড়জোড়তেও বিডিও জমিজট কাটাতে বৈঠকে বসেন। কিন্তু এই দুটি বৈঠকেই শাসক দলের চুনোপুঁটি নেতারা ডাক পেলেও এলাকার সাংসদ ও বিধায়ককে ডাকা হয়নি। এই অভিযোগ তুলে এবার জোরদার আন্দোলনে নেমেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে আজ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েচ্ছেন, রিভিউ বৈঠক ডেকে সেখানে এলাকার সাংসদ ও বিধায়ক কে নিয়ে জমির দাম নুতন করে আলোচনার মাধ্যমে নির্ধারণ না করলে এই সমস্যা মিটবে না।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]