টানা এক ঘণ্টারও বেশি শাঁখ বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তোলাতে জেলাশাসকের দ্বারস্থ জি ঘাটির অসীম।

Update: 2019-07-24 11:10 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক টানা এক ঘন্টারও বেশী সময় ধরে শাঁখ বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তুলতে জেলা শাসকের কাছে দ্বারস্থ হলেন জেলার গঙ্গাজলঘাটি থানার হাঁড়ি ভাঙ্গা গ্রামের পলিটেকনিকের ছাত্র অসীম মাজী। ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে দুর্গাপুরের একটি কলেছে তৃতীয় বর্ষের ছাত্র অসীম এক টানা ১ঘন্টা ৭মিনিট ৮ সেকেন্ড সময় ধরে শাঁখ বাজানোর দক্ষতা অর্জন করেছে। এর আগে ২০১৬ সালে ৫৩ মিনিট ৪ সেকেন্ড বাজিয়ে একজন রেকর্ড নথিভুক্ত করেছে। এই রেকর্ড ভাঙতে চায় অসীম। কিন্তু কী ভাবে রেকর্ড নথিভুক্ত করতে হবে তা তারা জানা ছিল না।অবশেষে জেলা তথ্য দপ্তরের এক অবসর প্রাপ্ত কর্মী সুবোধ ঘোষের সাথে যোগাযোগ করলে সুবোধ বাবু জেলা শাসকের কাছে নিয়ে যান অসীম কে। জেলা শাসক উমা শঙ্কর এস অসীম কে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান রাজ্যের এই বিষয়ক মনিটারিং কমিটির কাছে অসীমের আবেদন পত্র পাঠিয়ে দেওয়া হবে। ফলে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে বাঁকুড়ার অসীমের নাম ওঠার সম্ভাবনা যে বাস্তব রূপ পেতে চলেছে তা বলাই বাহুল্য।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-work-of-making-maps-is-going-to-prevent-land-grabbing-of-the-forest-department-said-ccf/img-20190623-wa0069/" rel="attachment wp-att-5737">

Similar News