বেলিয়াতোড়ে ওষুধ ব্যবসায়ী দাদু 'নাতির' অন্নপ্রাশনে রক্তদান শিবিরের আয়োজন করে নজর কাড়লেন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওষুধ ব্যবসায়ী দাদু নাতির অন্নপ্রাশনে আয়োজন করলেন রক্তদান শিবিরের। বেলিয়াতোড়ের বিসিডিএ এর জোনাল সভাপতি অসিত বরণ শূর যেহেতু খুচরো ওষুধ ব্যবসায়ী তাই প্রায় তার কাছে মুমূর্ষু রোগী বা থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত দাতার খোঁজ করেন এলাকার মানুষজন।তাই রক্তের চাহিদা মেটাতে নাতির অন্নপ্রাশনে আমন্ত্রিত ব্যাক্তিদের তিনি রক্তদানের অনুরোধ জানান আর তাতে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন ২২ জন। নাতি স্বর্ণাভের অন্নপ্রাশনে এভাবে রক্তদানে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা যে ভাবে সাড়া দিয়েছেন তাতে প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন অসিত বাবু। স্বর্ণাভের বাবা ইন্দ্রজিৎ সেনাবাহিনীতে কর্মরত। আর মা রাখী দেবীও ছেলের অন্নপ্রাশনে এভাবে সমাজ সেবার সুযোগ করে দিতে পেরে আপ্লুত।আর এই রক্তদান শিবিরের আয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেন সমাজসেবী সুজয় চক্রবর্তী।তিনি বলেন জেলার ব্লাড ব্যাঙ্ক গুলোয় রক্তের যোগান দিতে এলাকায় এমন রক্তদান শিবিরের আয়োজনে মানুষকে উৎসাহী করার কাজও তারা শুরু করেছেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]