বড়জোড়ায় ফেরো অ্যালয় কারখানায় গ্যাস লিক করে ২ শ্রমিকের মৃত্যু, আহত আরও ৫ শ্রমিক।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দীপাবলির উৎসবের আবহে বিষাদের সুর বড়জোডায়!
এখানকার ঘুটগেড়িয়ায় একটি ফেরো অ্যালয় কারখানায় গ্যাস লিকের ফলে প্রাণ হারালেন দুই কর্মরত শ্রমিক। পাশাপাশি, এই দূর্ঘটনায় গুরুতর আহত আরও ৫ শ্রমিক।
আজ সকাল ৮ টা নাগাদ এই দূর্ঘটনা ঘটে। পুরো ঘটনাটি ধামা চাপা দিতে উঠে পড়ে লাগে কারখানা কতৃপক্ষ বলে, ডান,বাম সব শ্রমিক ইউনিয়নের তরফে অভিযোগ উঠছে। মৃত দুই শ্রমিকরা হলেন উড়িষ্যার বাসিন্দা ভ্রমর চান্ডি (৩০) ও এরাজ্যের জামুড়িয়ার বাসিন্দা বিন্দাল কুমার (২৮)। বিষাক্ত গ্যাসের কবলে পড়ে অসুস্থ বাকী ৫ জন হলেন রাজ কুমার, মহাদেব কুমার, প্রতাপ কুমার, বিষ্ণু বারিক ও উমাকান্ত যাদব। এদের মধ্যে দুজন কে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের দূর্গাপুরে চিকিৎসা চলছে। এই আহত শ্রমিকরা উড়িষ্যা, রাজস্থান ও উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। এই কারখানাটি টানা দশ বছর ধরে এখানে চলছে। অন্যান দিনের মতো রবিবারও যথারীতি কাজ চলছিল। আচমকা গ্যাসলিক করায় অসুস্থ হয়ে পড়েন এক শ্রমিক। জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। তাকে তুলতে গিয়ে আর এক জনেরও একই অবস্থা হয়। তাদের উদ্ধার করতে গিয়ে একে,একে, আরও ৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এর পর তাদের সকলকে উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্প্যেশালিটি হাসপাতালে আনা হয়। সেখানে, ভ্রমর ও বিন্দালকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।বাকীদের দূর্গাপুর ও বাঁকুড়ায় স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। বাম,তৃণমূল ও বিজেপির শ্রমিক নেতারা মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার যাবতীয় দায়ভার নেওয়ার দাবী রেখেছেন। তবে,এখনও পর্যন্ত কারখানার মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায় নি। ঠিক কি কারণে ও কি ভাবে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটল? তা নিয়েও মুখে কুলুপ এঁটেছে কারখানা কতৃপক্ষ।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]