মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঠিকা শ্রমিকদের কর্ম বিরতি, উৎপাদন মার খাওয়ার আশঙ্কা কর্তৃপক্ষের।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :(শুভেন্দু লায়েক,মেজিয়া) : মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠীকা শ্রমিকদের গণ অবস্থান কর্মবিরতির ফলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মার খাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় চাপে পড়তে চলছে তাপ বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। আজ সোমবার থেকে দলমত নির্বিশেষে ঠীকা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অবস্থান বিক্ষোভে যোগ দেন। মুলত আগে দেওয়া বিভিন্ন ভাতা সহ সুযোগ সুবিধা গত ২০১৭ থেকে বন্ধের প্রতিবাদে, ক্যাসুয়াল লিভ চালু,নাইট ও হাইট অ্যালাউন্স চালু, হাউস রেন্ট প্রদান, সেমি স্কিল কে আনস্কিল, ও স্কিলকে সেমিস্কিল হিসেবে কর্তৃপক্ষের তকমা দেওয়ার অন্যায় প্রথা বিলোপের দাবী এবং সম কাজে সম বেতন প্রদানের দাবীতে এই আন্দোলনের ডাক দেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠীকা শ্রমিকরা। প্রসঙ্গত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হল পূর্ব ভারতের মধ্যে ডিভিসির সর্ব বৃহৎ প্রকল্প।যেখানে এই মুহুর্তে মোট ৮ টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩৪০ মেগাওয়াট। জানা গিয়েছে দৈনিক গড়ে উৎপাদন হয় ১৫০০ থেকে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ। প্ল্যান্টের মেইনটেনেন্স বিভাগে কর্মরত কমবেশি প্রায় হাজার চারেক ঠিকা শ্রমিক। আর এই ঠিকা শ্রমিকদের আজ থেকে কর্ম বিরতির জেরে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হওয়ার আশঙ্কা করছেন তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]