কমরার মাঠ- সিনেমারোড সর্বজনীনের থিম সিনেমা পাড়া,পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্ডপ তৈরি করা হয়েছে সিনেমা হলের আদলে। আর সিনেমার পোস্টার,স্টারদের কাটআউটের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই সময়কার সিনেমা শিল্পের অঙ্গনকে। বাঁকুড়ার শিল্পী কুমারেশ দাস পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে প্রায় আড়াই মাসের পরিশ্রমে বানিয়েছেন এই মন্ডপ।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার সিনেমাপাড়া ফিরে পেল ফেলে আসা অতীতের আবহ। এক সময় বাঁকুড়ার সিনেমারোড জুড়ে পাশাপাশি সহদোরের মতো ছিল তিন,তিনটে সিনেমা হল। জেলার অন্যতম প্রাচীন সিনেমা হল চন্ডীদাস।যার নামকরণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর চন্ডীদাসের পাশেই ছিল বিনাপাণী পিকচার প্যালেস। এই দুই হলের তুলনায় নবীন হলেও শিবাণীও পরবর্তীকালে জায়গা করে নেয় সিনেমারোডে। এই তিন হলে শুক্রবার ছবি রিলিজ করলেই উপচে পড়ত সিনেমা প্রেমীদের ভীড়।আর পুজোর সময় তো পুরো সিনেমারোডে তিল ধরানোর জায়গা থাকত না! এই সিনেমাপাড়ার ওপর নির্ভর করে কয়েক শো পরিবারের দিন গুজরানও হত। এলাকার আর্থ - সামাজিক বিকাশে সেই সময় এই সিনেমা হলগুলির অবদান ভোলার নয়।
এখন, এই তিন সিনেমা হলই অতীত।তবুও বাঁকুড়ার এই সিনেমা পাড়া তার স্মৃতি আঁকড়ে বেঁচে আছে নিজের মতো করে।মাল্টিপ্লেক্স আর ওটিটির যুগে আর কোনদিনও সিনেমা রোড তার পুরানো গরিমা ফিরে পাবে না!এমন আশঙ্কা তো রয়েইছে। তবুও পাড়ার নয়া প্রজন্মের কাছে এই পুরানো গরিমাকে তুলে ধরার পাশাপাশি,পাড়ার প্রবীণদের মনের মনিকোঠায় পুরাতন স্মৃতিকে উসকে দিতেই এবার কমরারমাঠ - সিনেমারোড সর্বজনীনের ৩১ তম বর্ষের থিম সিনেমা পাড়া৷ এমনটাই জানিয়েছেন পুজো কমিটির অন্যতম কর্মকর্তা রুদ্র চৌধুরী।পুজোর মন্ডপ তৈরি করা হয়েছে সিনেমা হলের আদলে। আর সিনেমার পোস্টার,স্টারদের কাটআউটের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই সময়কার সিনেমা শিল্পের অঙ্গনকে।
বাঁকুড়ার শিল্পী কুমারেশ দাস পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে প্রায় আড়াই মাসের পরিশ্রমে তার ক্রিয়েটিভ টিমকে সাথে নিয়ে বানিয়েছেন এই মন্ডপ।এদিকে,পুজো মন্ডপের এই থিম প্রবীণ সিনেমা প্রেমীদের মনে সোনালী দিনের স্মৃতিকে উসকে দিয়েছে, তা বলাই বাহুল্য। তাঁরা চান এখনও এলাকায় দুটি সিনেমা হল পরিত্যক্ত হয়ে পড়ে আছে।এখানেই গড়ে উঠুক মাল্টিপ্লেক্স। ফের সিনেমারোড ফিরে পাক তার হারানো গরিমা। মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলাশাসক সিয়াদ এন,পুলিশ সুপার বৈভব তেওয়ারী,বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেনমজুমদার সহ জেলাার অন্যন্য বিশিষ্ট জনেরা৷
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজো মন্ডপের স্থানীয় ভাবে উদ্বোধন পর্ব সারা হয়। এবং সবার জন্য মন্ডপ খুলে দেওয়া হয়। পুষ্পার্ঘ্য নিবেদন করে দেবী প্রতিমাকে শ্রদ্ধা জানান জেলাশাসক দিয়াদ এন,পুলিশ সুপার বৈভব তেওয়ারী সহ বিশিষ্ট জনেরা৷ পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান, পুজোয় সারা জেলা জুড়ে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন বিশেষ ভাবে তৈরী আছে। অন্যদিকে, জেলাশাসক সিয়াদ এন বাঁকুড়াবাসীদের পুজোর শুভেচ্ছাও জানান এদিন।বাঁকুড়া কমরার মাঠ- সিনেমারোড সর্বজনীনের পুজোর পাশাপাশি,মহালয়ার দিন মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলার মোট ১৭ টি পুজো মন্ডপের ভার্চুয়াল আনুষ্ঠানিক উদ্বোধন সারেন।
👁️🗨️দেখুম🎦ভিডিও। 👇