জল সংরক্ষণের সচেতনতা গড়ে তুলতে পথ প্রচারে গোবিন্দধাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রাম জুড়ে জল সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে পথ -প্রচারে নামল গ্রামের ক্ষুদে পড়ুয়ারা। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে গাছ লাগানো ও গাছ বাঁচানোর মধ্য দিয়ে জল সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিল জেলার গোবিন্দধাম নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীরা। এদিন তাদের এই প্রচার পদযাত্রা সারা গ্রাম প্রদক্ষিণ করে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]