নারীর প্রতি হিংসা বন্ধের বার্তা নিয়ে সাইকেলে করে শিবের মাথায় জল ঢালতে মহারাষ্ট্রে পাড়ি ইন্দারাগোড়ায় বোল বোম সমিতির।
নারীর প্রতি হিংসা বন্ধের বার্তা নিয়ে সাইকেলে করে মহারাষ্ট্র পাড়ি দিল ইন্দারাগোড়া বোল বোম সমিতি। তারা মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর,ভীমশঙ্কর এবং ঘৃষ্ণেশ্বর এই তিন জ্যোর্তিলিঙ্গ ধামে শিবের মাথায় জল ঢালবেন৷;
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের ইন্দারাগোড়া বোল বোম সমিতি প্রতি বছরই সাইকেলে করে বাঁকুড়া থেকে ভিন রাজ্যের শিবধামে বাবার মাথায় জল ঢালতে যায়। দেখতে,দেখতে এবার রজত জয়ন্তীতে পদার্পণ করল। শিবের মাথায় জল ঢালার সাথে প্রতি বছর কোন না কোন সামাজিক ইস্যুকে তারা প্রচারের জন্য বেছে নেয়। এবার তারা নারীর প্রতি হিংসা বন্ধের বার্তা নিয়ে সাইকেলে করে মহারাষ্ট্র পাড়ি দিল। ইন্দারাগোড়ায় এই যাত্রার সুচনা করেন বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেনমজুমদার। এই বছর দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম তিন ধাম নাসিকের ত্রম্বকেশ্বর, মহারাষ্ট্রের ভীমশঙ্কর এবং ঔরাঙ্গাবাদের ঘৃষ্ণেশ্বরে শিবের মাথায় জল ঢালতে রওনা দিলেন৷ হরেশ্বর মেলার শিব মন্দিরে জলাভিষেকের পর সাইকেলে করে জল ঢালতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন পূণ্যার্থীরা।"
যাত্রা শুরু আগে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। আসুন দেখে নেওয়া যাক এই শোভাযাত্রার ভিডিও কোলাজ।
👁️দেখুন 🎦ভিডিও। 👇