বাংলার বাড়ির উদ্বোধন মঞ্চ থেকে উপভোক্তাদের সাইবার জালিয়াতি প্রসঙ্গে সতর্ক করলেন পুলিশ সুপার।

Update: 2026-01-29 04:02 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাংলার বাড়ির উপভোক্তার একাউন্টে কেও উড়ো টাকা ঢুকিয়ে দিতে পারেন!,বা ফোন কলে টাকা পায়িয়ে দেওয়ার নাম করে ওটিপি হাতিয়ে একাউন্ট ফাঁকা করে দিতে পারে! এমন আশঙ্কা উড়িয়ে দেওয়ার নয়৷ তাই বাংলার বাড়ি গ্রামীন এর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সুচনা মঞ্চে উপভোক্তদের সতর্ক করলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি ঠিক কি,কি পরামর্শ দিলেন জেনে নিন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 

Full View


Tags:    

Similar News