বাঁকুড়ায় কিং খানের জন্মদিন উৎযাপন করল 'টিম শাহরুখ খান'- বাঁকুড়া শাখা।

বাঁকুড়াতেও এদিন কিং খানের জন্মদিন পালন করল টিম শাহরুখের ইউনিট। বাঁকুড়া টিম শাহরুখ খান ইউনিট সারা বছর ভর নানা সামাজিক কাজেও অংশ নেয়। সম্প্রতি তারা পথ নিরাপত্তা সম্পর্কে পথ চলতি যানবাহন চালকদের সচেতনতার বার্তা দিতে বিশেষ কর্মসুচি নেয়।

Update: 2025-11-02 19:10 GMT

বাঁকুড়া ২৪x৭ প্রতিবেদন : সারা বিশ্ব মেতেছে শাহরুখ খানের জন্মদিনে। এই দিনটিকে উদ্‌যাপন করছেন দেশ-বিদেশের শাহরুখ প্রেমীরা। ২ রা নভেম্বর কিং খান পা রাখলেন ৬০ বছরে। বিশ্বের সবচেয়ে বড়ো শাহরুখ খান ফ্যান ক্লাব টিম শাহরুখ খান তাদের দেশ ও বিদেশের শাখা গুলিতেও এদিন শাহরুখ খানের ৬০ তম জন্মদিন উৎযাপন করেন। বাঁকুড়াতেও এদিন কিং খানের জন্মদিন পালন করল টিম শাহরুখের ইউনিট। বাঁকুড়া টিম শাহরুখ খান ইউনিট সারা বছর ভর নানা সামাজিক কাজেও অংশ নেয়। সম্প্রতি তারা পথ নিরাপত্তা সম্পর্কে পথ চলতি যানবাহন চালকদের সচেতনতার বার্তা দিতে বিশেষ কর্মসুচি নেয়। বাঁকুড়া শহরের ভৈরবস্থান মোড়ের কাছে চাঁদমারিডাঙ্গা ও রবীন্দ্রভবন রাস্তার ক্রসিং এ জেলা পুলিশের সহযোহিতায় এই পথ নিরাপত্তায় সচেতনতা গড়ে তোলার কর্মসুচি পালন করে।

আজ কিং খানের জন্মদিনে বাঁকুড়ার টিম শাহরুখ ইউনিটের সকলকেও বাঁকুড়া২৪এক্স৭ এর পক্ষ থেকে শুভেচ্ছা রইল। হ্যাপি বার্থ ডে শাহরুখ খান।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News