বেলিয়াতোড়ে বাসের ধাক্কায় দাও,দাও করে জ্বলল মোটর বাইক, মৃত্যু হল বাইক আরোহীর।

Update: 2020-01-16 09:38 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,বেলিয়াতোড়) : ফের পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আজ সকালে জেলার বেলিয়াতোড় থানার ভৈরবডাঙ্গা মোড়ের কাছে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় বিধান মাকুড় (৪৮) নামে এক মোটরবাইক আরোহীর। বাসটি ধাক্কা মেরে বেশ খানিকটা টেনে নিয়ে চলে যায় মোটর বাইকটিকে। রাস্তার ধারে ছিটকে পড়েন বিধান বাবু। বাইকটি টেনে নিয়ে যাওয়ার সময় রাস্তার সাথে তীব্র ঘর্ষনে বাইকটিতে আগুন ধরে যায়। রাস্তায় পড়ে দাও,দাও করে জ্বলতে থাকে। মৃত বিধান বাবুর বাড়ী সোনামুখী থানা এলাকাত ইছারিয়াতে বলে জানা গেছে।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/onda-spl-political-story/img_20191213_180049_1600x886/" rel="attachment wp-att-7427">

Similar News