বড়জোড়ায় ভূমি হারাদের আন্দোলনে যোগ সাংসদ সৌমিত্রের, ৭দিনের মধ্যে সমস্যা না মিটলে বড়ো আন্দোলনে নামার হুমকি।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বড়জোড়ার কোলিয়ারীতে ভূমিহারাদের আন্দোলন কে এবার সমর্থন জানাতে সেখানে হাজির হলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবং তিনি আন্দোলন মঞ্চ থেকে প্রশাসন কে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা না মেটানো হলে তার জন্য বড়ো খেসারত দিতে হবে। তাই অবিলম্বে সমস্যা মেটানোর পথে হাঁটুক তারা। পাশাপাশি, ভূমিহারাদের নামে অযথা মামলা দায়ের করা হলেও তাদের কোন কাজ দেওয়া হয় নি! বলেও দাবী করেন সৌমিত্র। যদিও তার দাবী ভিত্তিহীন বলে পালটা দাবী করেছে জেলা প্রশাসন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]