বেলিয়াতোড়ে উপদ্রব ঠেকাতে ঘুমপাড়ানী গুলি করে হনুমান কে খাঁচায় ভরল বনদপ্তর।

Update: 2019-08-31 04:07 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : হনুমানের আক্রমণ ঠেকাতে অবশেষে একটি হনুমান কে ঘুমপাড়ানী গুলি করে খাঁচা বন্দি করল বন দপ্তর। গ্রামের একটি নারকেল গাছের ওপরে হনুমানটি কে প্রথমে বন কর্মীরা চিহ্ণিত করেন। এর পর একটি বাড়ীর ছাদে লাফালে তখন তাকে ঘুম পাড়ানি গুলি করা হয়। প্রসঙ্গত, বেলিয়াতোড়ের ছান্দারের দুই বাসিন্দা এই হনুমানটির কামড়ে আহত হন। পাশাপাশি, গ্রামে হনুমানের উপদ্রবে অতিষ্ট হয়ে ওঠেন গ্রামবাসীরা। এ-র পরই বন দপ্তর হনুমানটি কে ঘুমপাড়ানী গুলি করে খাঁচা বন্দি করার সিদ্ধান্ত নেয়।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/chameleon-recorded-at-simlapal/img-20190820-wa0000_240x330_480x660_768x1056_1024x1408_1200x1650/" rel="attachment wp-att-6203">

Similar News