মন্দির নগরী বিষ্ণুপুরেই জারি হল মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা!কেন এমন সিদ্ধান্ত? জেনে নিতে চোখ রাখুন এই প্রতিবেদনে।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অসিত রজক,বিষ্ণুপুর) : কোভিডের দ্বিতীয় ঢেও দেশ জুড়ে আছড়ে পড়ার সাথে,সাথে কোভিড ঠেকাতে মানুষের ভীড় এড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। তারই অঙ্গ হিসেবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের নির্দেশ বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুরের আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সমস্ত মন্দির ও সৌধ বন্ধ করে দেওয়া হল।
মন্দির গুলির প্রবেশ দ্বারে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ১৫ মে পর্যন্ত সব মন্দির ও সৌধ বন্ধ থাকবে। তবে যে কটি মন্দিরে নিত্য পুজো চালু আছে সেই সব মন্দির, যেমন মদনমোহন মন্দির,রাধেশ্যাম মন্দির, মদনগোপাল মন্দির এমন মন্দির যেখানে দেব,দেবীর বিগ্রহ রয়েছে।
সেই মন্দির গুলিতে কেবলমাত্র পুরোহিতরা নিত্যপুজো করতে পারবেন। পুজোর সময় শুধুমাত্র পুরোহিতের প্রবেশে ছাড় দেওয়া হবে। বাকী সবার জন্য মন্দিরে প্রবেশ বন্ধ থাকছে। এদিকে বছরের প্রথমে বিষ্ণুপুরে বেড়াতে এসে মন্দিরে প্রবেশ করতে না পেরে হতাশ পর্যটকরা। তাদের আক্ষেপ আগে থেকে কিছু ঘোষণা করা হয়নি তারা এখানে এসে দেখছেন মন্দির গুলোয় বন্ধের নোটিশ ঝুলছে। এটা আগে থেকে প্রচার করলে তারা এভাবে বিষ্ণুপুর এসে হতাশ হয়ে বাড়ী ফিরতে হত। না।
যদিও কোভিড আবহে মানুষের ভীড় এড়াতে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত না নিলে সমস্যা আরও বাড়ত। কোভিড সংক্রমণের হার বাড়ারও আশঙ্কাও রয়েছে তাই দেশের মন্দির ও সৌধ বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত সরকারের সংস্কৃতিক মন্ত্রক।
ফলে আগামী ১৫ মে পর্যন্ত পর্যটকরা মন্দির নগরীতে বেড়াতে এলে তাদের মন্দিরে প্রবেশ অধরাই থেকে যাবে। তাই এই সময় এখানে আসার পরিকল্পনা থাকলে তা আপাতত স্থগিত রাখায় বুদ্ধিমানের কাজ।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇