ওন্দার কালীসেনে জাতীয় সড়কে ভয়াবহ পথ দূর্ঘটনায় তিন জনের মৃত্যু, আহত আরও দুই।

Update: 2020-12-06 14:04 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার ওন্দার কালীসেনে ৬০ নাম্বার জাতীয় সড়কে পথ দূর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।আজ বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটে এই মর্মান্তিক পথ দূর্ঘটনা। একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে গিয়ে একটি চারচাকার মোটর গাড়ী রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে গিয়ে সজোরে ধাক্কা মারলে ঘটনা স্থলে ওই মোটর গাড়ীর চালক ও দুই মহিলা যাত্রী ঘটনা স্থলেই প্রাণ হারান।


 পুলিশ জানিয়েছে মৃতরা হলেন গাড়ীর চালক পান্না মাল (৩০),এবং মৌসুমী গরাই (৩৫)ও জ্যোৎস্না গরাই (৬০)। এই দুইজন একই পরিবারের। ওন্দা বাজার এলাকার বাসিন্দা। পাশাপাশি, আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 জানা গেছে ওই মোটর গাড়ীটি করে ওন্দা থেকে দূর্গাপুর যাচ্ছিলেন একই পরিবারের লোকজন। কালীসেন এলাকাই গাড়ীটি দূর্ঘটনার কবলে পড়ে। এবং তিনজন প্রাণ হারান। এই মর্মান্তিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওন্দা থানার পুলিশ দুর্ঘটনা স্থল থেকে মৃতদেহ তিনটি উদ্ধার করে। সংঘর্ষের তীব্রতা এত বেশী ছিল যে মোটর গাড়ীটি একেবারে দুমড়ে,মুচড়ে চেপ্টে যায়।

দেখুন 🎦 ভিডিও। 👇

Full View







Tags:    

Similar News