একলপ্তে জেলায় ১২ জন করোনা আক্রান্ত! তাহলে কি জেলায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা বাড়ছে? কি বলছে স্বাস্থ্য দপ্তর?জেনে নিন।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একলপ্তে ১২ জন করোনা আক্রান্ত জেলার ছাতনা ব্লকে। স্বাভাবিক ভাবেই একসাথে এতজন আক্রান্তের ঘটনায় ঘুম ছুটেছে জেলার স্বাস্থ্য দপ্তরের। ছাতনা ব্লক জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। প্রথমে জেলার করোনা গ্রাফে পাত্রসায়রের এক কিশোরের কোভিড পজেটিভ ধরা পড়ার মধ্য দিয়ে বাঁকুড়ার প্রথম নাম তোলা। তার জের কাটতে না কাটতেই ছাতনায় পজেটিভ ধরা পড়ে এক ৬৫ বছরের বৃদ্ধ ও এক ২৮ বছরের যুবকের। এই তিনজনের পর ফের একসাথে ১২ জনের কোভিড পজেটিভ ধরা পড়ল।ফলে জেলার কোভিড গ্রাফ চড়চড়িয়ে উঠল একদিনেই! যদিও জেলায় এপর্যন্ত মোট ১৫ জনের কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলেও ইতিমধ্যেই পাত্রসায়রের কিশোর ও ছাতনার বৃদ্ধ সুস্থ হয়ে উঠেছেন। আর এক আক্রান্তের কলকাতায় চিকিৎসা চলছে। সেই দিক দিয়ে জেলায় এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪। এই অবস্থায় প্রশ্ন উঠছে তাহলে কি জেলায় কোন গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আছে ? বড়ো আকারে এই প্রশ্ন? তুলছেন অনেকেই! কিন্তু, আক্রান্তদের তথ্য দেখে জেলার স্বাস্থ্য দপ্তর একশো শতাংশ নিশ্চিত যে আক্রান্ত সবাই বহিরাগত। তারা বাইরে থেকেই সংক্রমণ নিয়ে জেলায় ঢুকেছেন। স্থানীয় স্তরে কোভিড সংক্রমণের কোনো ঘটনা জেলায় এপর্যন্ত নেই। ফলে জেলায় গোষ্ঠী সংক্রমণের ঘটনা যে এখনও পর্যন্ত ঘটেনি তা সাফ জানিয়ে দিয়েছেন বাঁকুড়া স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন। তিনি আশ্বাস দিয়েছেন, জেলাবাসীর তাই আতঙ্কের কোন কারণ নেই,তবে সবাইকে সতর্ক থাকতে হবে। করোনা ঠেকানোর উপায় গুলো ভালো করে মেনে চললেই জেলায় গোষ্ঠী সংক্রমণ এড়ানো যাবে। আর যেহেতু গোষ্ঠী সংক্রমণের কোনো ইতিহাস জেলায় এপর্যন্ত নেই, তাই জেলায় করোনা মহামারীর আকার নিয়েছে এমন ভাবার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]