বড়জোড়ায় বেআইনী ভাবে কয়লা তুলতে গিয়ে খনি ধসে মৃত তিন জনের দেহ উদ্ধারের ভিডিও দেখুন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন:বাঁকুড়ার বড়জোড়ায় বাগুলিয়ায় বন্ধ থাকা কয়লা খনি ধসে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। কয়েক জন আহত বলেও সূত্রের খবর। স্থানীয়দের দাবী ইতিমধ্যেই তিন জনের মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা বলে জানাগেছে।
জানা গেছে,বড়জোড়ার বাগুলিয়ার খোলামুখ কয়লা খনিতে ধস নামে৷ খনিটি পিডিসিএল-এর৷ পিডিসিএল কর্তৃপক্ষের অভিযোগ, অবৈধ ভাবে ওই খনিতে নামেন গ্রামবাসীরা৷
খাতায়-কলমে কয়লা উত্তোলন শুরু হয়নি খনিটিতে৷এর আগে এটি বেঙ্গল এমটা চালাত।তারা বেশ কয়েক বছর আগে খনি ছেড়ে দেয়।এখন পিডিসিএল খনি অধিগ্রহন করলেও উৎপাদন তারা চালু করেনি।
#দেখুন 🎦ভিডিও👇
[embed]