বড়জোড়ায় বেআইনী ভাবে কয়লা তুলতে গিয়ে খনি ধসে মৃত তিন জনের দেহ উদ্ধারের ভিডিও দেখুন।

Update: 2019-01-31 10:12 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন:বাঁকুড়ার বড়জোড়ায় বাগুলিয়ায় বন্ধ থাকা কয়লা খনি ধসে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। কয়েক জন আহত বলেও সূত্রের খবর। স্থানীয়দের দাবী ইতিমধ্যেই তিন জনের মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা বলে জানাগেছে।

আরও এক জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বন্ধ থাকা খোলামুখ খনি থেকে বেআইনী ভাবে দীর্ঘ দিন ধরে কয়লা তুলে রুজি রোজগার চালাত স্থানীয় বাসিন্দারা। রোজকার মতো পুরুষ ও মহিলা মিলে দলবেঁধে কয়লা তুলছিল এই খনি থেকে।আচমকা খনি ধসে এই বিপত্তি। ধসের খবর পেয়েই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশও।

জানা গেছে,বড়জোড়ার বাগুলিয়ার খোলামুখ কয়লা খনিতে ধস নামে৷ খনিটি পিডিসিএল-এর৷ পিডিসিএল কর্তৃপক্ষের অভিযোগ, অবৈধ ভাবে ওই খনিতে নামেন গ্রামবাসীরা৷

খাতায়-কলমে কয়লা উত্তোলন শুরু হয়নি খনিটিতে৷এর আগে এটি বেঙ্গল এমটা চালাত।তারা বেশ কয়েক বছর আগে খনি ছেড়ে দেয়।এখন পিডিসিএল খনি অধিগ্রহন করলেও উৎপাদন তারা চালু করেনি।

#দেখুন 🎦ভিডিও👇

[embed]Full View

Similar News