শ্রমিক সাথীর প্রচারে শ্রমিকদের বাড়ী,বাড়ী ঘুরলেন জেলাশাসক।

Update: 2019-11-19 16:30 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সামাজিক সুরক্ষা যোজনা'র 'শ্রমিক সাথী' প্রকল্পের প্রচারে এবার শ্রমিকদের বাড়ীর দরজায়,দরজায় ঘুরলেন জেলাশাসক উমা শঙ্কর এস। তিনি আজ বড়জোড়ায় ব্লকের দেজুড়ি গ্রামে এই কর্মসূচীতে সামিল হন। পাশাপাশি, বড়জোড়া ব্লক অফিসে সামাজিক সুরক্ষার অধীনে থাকা উপভোক্তা ৪৯ জন শ্রমিককে, তাদের আর্থিক সুবিধা প্রদানও করেন তিনি। যার আর্থিক মূল্য ২ লাখ ১৭ হাজার টাকা বলে জানা গেছে। এদিন, এই কর্মসূচীতে জেলা শাসক কে সহায়তার জন্য হাজির ছিলেন ডেপুটি লেবার কমিশনার তাপস কুমার দত্ত,বড়জোড়া ব্লকের বিডিও ভাস্কর রায় প্রমুখ।

Similar News