#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (শুভেন্দু লায়েক,গঙ্গাজলঘাটি) : জেলার দূর্লভপুরে রাজ পথে দাপিয়ে দেড়াল গজরাজ! বাঁকুড়া -রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কে বিন্দাস বিচরন করে এই বিশাল বপুর হাতীটি। সোমবার সাতসকালে রাজ পথে বেশ কিছুক্ষণ বিচরনের পর হাতীটি গঙ্গাজলঘাটির হাঁসপাহাড়ীর জঙ্গলে ঢুকে যায়। আচমকা রাজ পথে এই হাতির হেঁটে চলার খবর ছড়িয়ে পড়তেই নিমেষে রাজপথ ভরে যায় উৎসাহী মানুষের ভীড়ে।কয়েক শো মানুষ হাতীটির পিছন,পিছন হৈ হাল্লা করে জঙ্গলে পাঠানোর চেষ্টা করে। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে চলে গজরাজের সাথে নিজস্বী তোলার হিড়িক!
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]