জিঘাটিতে হাতি তাড়াতে গিয়ে মৃত্যু যুবকের, গ্রামবাসীদের বিক্ষোভ সামাল দিতে রাত একটায় হাতি তাড়াতে নামল বনদপ্তর।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (শুভেন্দু লায়েক,গঙ্গাজলঘাটি) : ফের হাতির হানায় মৃত্যু হল জেলায়। এবারের ঘটনা জেলার গঙ্গাজলঘাটি থানার রাধাকৃষ্ণপুর গ্রামের। এক দাঁতালের দাপাদাপিতে অতিষ্ঠ হয়ে রবিবার সন্ধ্যায় গ্রামের আরো বাসিন্দাদের সাথে হাতি তাড়ানোর কাজে যোগ দিয়েছিল শ্রীকান্ত লোহার (৩৫) নামে এক যুবক। রাত ৮টা নাগাদ আচমকা ওই দাঁতালের সামনে পড়া যায় শ্রীকান্ত। ওই দাঁতাল হাতিটি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলে। এর পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে এলেও তখনও বন দপ্তরের কোন আধিকারুক বা কর্মী না আসায় গ্রামবাসীরা পুলিশ কে মৃতদেহ তুলতে বাধা দেয়। এবং পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন তারা। শেষে পুলিশ মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। চাপে পড়ে রাত্রি ১ টায় ঘাতক হাতিটিকে তাড়ানোর কাজে নামে বন দপ্তর।রাতে গ্রাম থেকে তাড়ানো গেলেও সকালে ফের গ্রাম লাগোয়া এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই আবাসিক দাঁতালটি বলে গ্রামবাসীদের দাবী। পাশাপাশি গ্রামবাসীরা জানাচ্ছেন এলাকায় ১২ টি হাতি রয়েছে ফলে বন দপ্তর এই হাতিদের বাগে রাখতে না পারলে প্রাণহানি ও শস্যহানির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই বন দপ্তরের ওপর ভরসা না রেখে এখন নিজেরাই গ্রাম রক্ষার পণ করছেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]