সুরক্ষা সপ্তাহেই অগ্নিকাণ্ড মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে! অল্পের জন্য বাঁচল সুইচ ইয়ার্ড ও সেন্ট্রাল স্টোর।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সুরক্ষা সপ্তাহের সূচনাতেই মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঘটল অগ্নিকান্ড! ফলে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা যে কতখানি ঠুনকো তারও প্রমাণ মিলল এদিন। আজ দুপুরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে শ্রমিকরা যখন সুরক্ষা সপ্তাহ উপলক্ষে সপথ নিচ্ছিলেন তখনই নজরে পড়ে এই আগুন লাগার ঘটনা। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২২০ কেভি সুইচ ইয়ার্ডের সামনে শুকনো ঘাস ও ঝোপঝাড়ে আগুন লেগে যায়। আর বিশাল কালো ধোঁয়ার কুন্ডলী আকাশ ছেয়ে যায়। দাউ দাউ করে শুকনো ঘাস,পাতা জ্বলতে থাকে। আগুন দ্রুত ছড়াতে থাকে। সাথে,সাথে খবর যায় দমকলে। তিনটি ইঞ্জিন এসে আগুন নেভায়। সুইচ ইয়ার্ডের কাছে ওপর দিয়ে যাওয়া ২৩০ ও ২৩১ নাম্বার হাই টেনশন লাইনের নীচে শুকনো ঘাস,ও ঝোপঝাড়ের পাতায় আগুন লেগে যায়। এই অগ্নিকান্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। তবে, অল্পের জন্য আগুনের হাত থেকে এদিন রক্ষা পেয়েছে ২২০ কেভি সুইচ ইয়ার্ড সহ বিদ্যুৎ কেন্দ্রের সেন্ট্রাল স্টোর। প্রসঙ্গত, সোমবার ঠিকা শ্রমিকদের কর্ম বিরতির পর মঙ্গলবার বিরতি ওঠায় সবে স্বাভাবিক ছন্দে ফিরছিল মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। তারই মধ্যে আজ এই অগ্নিকান্ডের ঘটনায় ফের তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা নিয়ে জোর বিতর্ক উঠল খোদ বিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক ও শ্রমিক দুই মহলেই!
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]