জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় মৃত ৫, ওন্দা ব্লকে ৩ জন এবং বাঁকুড়া ও জি ঘাটিতে ১ জন করে প্রাণ হারালেন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় মারা গেলেন ৫ জন। মৃতদের মধ্যে এক জন মহিলা। জেলার ওন্দা ব্লকেই মারা গেছেন ৩ জন। আর বাকী দুজনের এক জন বাঁকুড়া সদর থানা এলাকা এবং অন্যজন গঙ্গাজলঘাটি থানা এলাকার ঘটনা। আজ দুপুর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় জেলার বিভিন্ন এলাকায়। ওন্দায় মাঠে চাষের কাজ করার সময় বাজ পড়ে মারা যান প্রতিমা মাল (৩৬), ওন্দা থানার মাজডিহা গ্রামে রাস্তায় বাজ পড়লে মারা যান দিলীপ ঘোষ (৫০) নামে এক ব্যক্তি। একই থানার পুনিশোল গ্রামে বাড়ীর কাছেই আব্দুল মামুদ মন্ডল (৪০) নামে এক ব্যক্তি বাজ পড়ে ঘটনা স্থলেই মারা যান। অন্যদিকে,মাঠে কাজ করার সময় বাঁকুড়া সদর থানার উপরবাঁধ এলাকায় হৃদয় বাউরীর (৫৩) বজ্রাঘাতে মৃত্যু হয়। এছাড়া জেলার গঙ্গাজলঘাটিতে নবীন বেসরা নামে (৪০) এক ব্যক্তি বাজ্রপাতে প্রাণ হারিয়েছেন। এই মৃত ৫ জনের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]