শনিবার জেলার কিছু ব্লকে শিলাবৃষ্টি, ভাঙ্গল বাড়ি,ব্যপক ক্ষতি শাক,সবজি ও ফসলের।ক্ষতির জরিপে নামছে কৃষি দপ্তর।

Update: 2020-04-26 10:41 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনের মধ্যেই ফের কালবৈশাখীর জেরে শিলাবৃষ্টির তান্ডব জেলায়। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে চাষীরা। পাশাপাশি,জেলার বিভিন্ন ব্লকে শনিবার শিলাবৃষ্টিতে টালি ও এসবেস্টসের চালা ফুটিফাটা হয়ে যাওয়ার খবর মিলেছে।এবং কিছু কাচাঁ বাড়ী ভেঙ্গেপড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন গ্রামবাসীরা।

তবে, জেলার বেলিয়াতোড় থানার জোড়শাল গ্রামে শিলাবৃষ্টির দাপট এদিন সবচেয়ে বেশী ছিল বলে খবর মিলেছে। এই গ্রামে ঘরবাড়ীর পাশাপাশি প্রচুর পরিমানে জমির ফসলও নষ্ট হয়েছে বলে জানা গেছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, শনিবারের শিলাবৃষ্টিতে ভালো ক্ষয়-ক্ষতির কবলে পড়তে হয়েছে তাদের।এমনকি প্রায় ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনেরও শিলা পড়ে এদিন, বলে দাবী করেছেন তারা।

খবর পেয়েই,শনিবার রাতেই গ্রামবাসীদের সহায়তার জন্য গ্রামে পোঁছন বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য কালিদাস মুখোপাধ্যায়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে থেকে সাহায্যেরও আশ্বাস দেন।

জানাগেছে, শনিবারের শিলাবৃষ্টির দপট ছিল জেলার বড়জোড়া,শালতোড়া,গঙ্গাজলঘাটি,ছাতনা, প্রভৃতি ব্লকেও। আবার রবিবারও জেলায় বিকেলে কালবৈশাখী জেরে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে,লকডাউনের মধ্যে এইভাবে পরপর শিলাবৃষ্টি যেভাবে মসসুমী সবজি নষ্ট করছে, তাতে করে, বাজারে সবজির জোগান যেমন কমবে, তেমবি দাম বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, সোমবার জেলার এই ব্লক গুলির ফসলের ক্ষয়-ক্ষতির জরিপে নামবে কৃষি দপ্তর।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-deceased-mother-and-her-two-year-old-son-and-12-passengers-were-injured-when-a-passenger-bus-overturned-in-baguli-barjora/img-20200304-wa0034/" rel="attachment wp-att-8257">

Similar News