কি ভাবে হাতির আক্রমণ থেকে ছুটে প্রাণে বাঁচলেন যুবক! দেখুন তার লাইভ ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (আদিত্য মাজি,বেলিতোড়) : কাক ভোরে গ্রামে ঢুকে পড়ল হাতি! আর হাতির হানাদারি ঠেকাতে দল বেঁধে নেমে পড়লেন গ্রামবাসীরাও। এমনকি যুবদের পাশাপাশি, কিশোর বাহিনীও নেমে পড়ে হাতি খেদাতে। আচমকা হাতি তেড়ে এলে কোনরকমে ছুট দিয়ে প্রাণে বাঁচলেন এক যুবক। আর জীবনের ঝুঁকি নিয়ে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করলেন আমাদের প্রতিনিধি। এই লাইভ ভিডিও দেখলেই বুঝতে পারবেন মৃত্যুর হাত থেকে কি ভাবে ছুটে জীবন বাঁচাল ওই যুবক।আজ কাকভোরে এই ঘটনাটি ঘটে বেলিয়াতোড়ের চান্দুরিয়া গ্রামে। গ্রামে বিশাল মাপের এই হাতিটি বাড়ীতে চড়াও হয়ে গ্রীলের গেট শুঁড়ে করে মোচড়ে দেয়। বাড়ীর ইলেকট্রিকের মিটারেও শুঁড়ের ঝাপটা মারে দামালটি। পাশাপাশি,জমির ফসল মাড়িয়ে দেয়। কাকভোরে বন কর্মীদের না পেয়ে গ্রামের মানুষই দল বেঁধে গ্রাম থেকে গজ বিদায় অভিযানে নেমে পড়েন। এই হাতিকে তাড়াতে যতেষ্ট বেগ পেতে হয় গ্রামবাসীদের। বেশ কিছুক্ষন গ্রাম জুড়ে দাপাদাপির পর হাতিটি ঘর,বাড়ী ও ফসলের ক্ষয়,ক্ষতি করে। এই হাতির হানার লাইভ ভিডিও আনকাট থাকল আজকের এই প্রতিবেদনে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]