বড়জোড়ার চান্দাইয়ে বিজেপির পার্টি অফিসে আগুন!অভিযোগের তীর তৃণমূলের দিকে। এলাকায় উত্তেজনা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্থানীয় একটি স্কুলের পরিচালন সমিতির নির্বাচনকে সামনে রেখে এবার রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল জেলার বিষ্ণুপুর লোকসভার বড়জোড়া থানার চান্দাই গ্রামে।বুধবার গভীর রাতে বিজেপির স্থানীয় পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ কে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে থাকে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে এই আগুন লাগিয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। স্থানীয় বিজেপি নেতা সুজিত অগস্তি ও তৃণমূল নেতা অলক মুখোপাধ্যায় একে অপরকে পাল্টা দোষারোপ করছেন। অলক বাবুর দাবী,বিজেপি নিজেরাই দলীয় অফিস পুড়িয়ে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল নিয়েছে। এই আগুন ধরানোর ঘটনার প্রতিবাদে বিজেপি পথ আবরোধও করে। পাশাপাশি,পুলিশের বিরুদ্ধে এই ঘটনার পর নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]