মানবিক পুলিশ!মেজিয়ায় বৃদ্ধের শেষকৃত্য করলেন পুলিশ কর্মীরা।

Update: 2019-08-06 04:06 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুলিশের মানবিক মুখ দেখল মেজিয়াবাসী! জেলা পুলিশের উজ্জীবন প্রকল্পের এক উপভোক্তা প্রৌড়ের মৃত্যুর খবর পেয়ে তার শেষকৃত্য করল পুলিশ। সোমবার সকালে ডাং মেজিয়া গ্রামের বাসিন্দা কাহার বাউরীর বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়। তিনি মেজিয়া থানার অধীন উজ্জীবন প্রকল্পের উপভোক্তা ছিলেন। এই বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েই গ্রামে ছুটে যান থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা। পরিবারের সাথে কথা বলে শেষকৃত্যের আয়োজন করে। পুলিশের পোশাকে পুলিশ কর্মীরা মৃতদেহ শ্মশানে বয়ে নিয়ে গিয়ে দাহের ব্যবস্থা করেন।

প্রসঙ্গত, অসহায় বয়স্ক মানুষদের পাশে থাকার জন্য জেলার প্রতি থানায় তৎকালীন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা ২০১৮ সালে উজ্জীবন প্রকল্প চালু করেন।এই প্রকল্পে এলাকার বৃদ্ধ, বৃদ্ধাদের চিকিৎসা পরিষেবা, পোশাক, পরিচ্ছদ প্রদান সহ তাদের যাবতীয় সহায়তা এবং তাদের নিয়মিত খোঁজ খবর রাখার কাজ করতেন গ্রামের সিভিক ভলেন্টিয়াররা। প্র‍য়োজনে উপভোক্তাদের বাড়ী গিয়ে খোঁজ, খবর নিতেন থানার আধিকারিকরাও।

এই প্রকল্পেই এদিন কাহারের শেষকৃত্য সারল মেজিয়া থানা।

Similar News