রাম রাজত্বে থাকতে হলে জয় শ্রী রাম বলতেই হবে, হুঙ্কার সৌমিত্রের!

Update: 2019-08-12 13:26 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের হুঙ্কার সৌমিত্রের! আজ কদমাঘাটিতে বিজেপির সদস্যতা অভিযান কর্মসুচীতে যোগ দিতে এসে সাংবাদিক বৈঠকে সৌমিত্র হুঙ্কার ছেড়ে বলেন রাম রাজত্বে জয় শ্রী রাম বলতেই হবে। পাশাপাশি,তৃণমূল দল কে মুদির দোকানের সাথে তুলনা করে কটাক্ষও করেন তিনি। এমন কি তার ওপর আক্রমণ চালালে তার দলের ছেলেরাও যে বসে না থেকে পাল্টা আক্রমণ শানাবে সেই হুঁশিয়ারিও দেন সৌমিত্র বাবু। এদিন সদস্য সংগ্রহ অভিযানে ব্যপক সাড়াও মেলে বলে দাবী করে তিনি বলেন লালঝাণ্ডা ছেড়ে যে সব কাকার মতো বয়সজ্যৈষ্ঠরা বিজেপিতে যোগ দিয়েছেন তা তার কাছে গর্বের।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/despite-expiration-the-depositors-do-not-receive-money-protestors-at-the-shaltora-sub-post-office-in-protest/img-20190731-wa0007/" rel="attachment wp-att-5949">

Similar News