এক বৃদ্ধাকে মারধরের জের,মেজিয়ায় যুবক কে ধরে গণ পিটুনি উত্তেজিত জনতার !

Update: 2019-12-17 17:07 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (তাপস সিনহা,মেজিয়া) : এক বৃদ্ধার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর দেওয়ার সময় গ্রামবাসীদেএ হাতে ধরা পড়ে গণ পিটুনির শিকার হল এক যুবক। লাঠি সোটা দিয়ে উত্তেজিত জনতা পাশবিক ভাবে পেটাতে থাকে ওই যুকক কে। আজ সন্ধ্যায় এই কান্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় জেলার মেজিয়া থানা এলাকার ডাং মেজিয়া গ্রামে। স্থানীয় বৃদ্ধা গীতারানী মোদক গ্রামের নির্জন যায়গায় শৌচ কর্ম করতে গিয়ে ছিলেন। অভিযোগ, ফাঁকা জায়গায় একা পেয়ে গীতা দেবীকে বেধড়ক মারধর করে এক অজ্ঞাত পরিচিত যুবক। তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।ষাটোর্ধ বৃদ্ধাকে মারতে দেখে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ওই যুবক কে ধরে শুরু করেন গণ পিটুনি। বড়ো,বড়ো বাঁশ দিয়ে পেটানো হয় যুবকটিকে। খবর পেয়ে পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেজে ওই যুবক কে,উদ্ধার করে। এর পর আহত বৃদ্ধা ও যুবক দুই জনকেই গুরুতর জখম অবস্থায় প্রথমে মেজিয়া,ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখান থেকে পঠিয়ে দেওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে,ওই যুকক কেন আচমকা বৃদ্ধাকে আক্রমণ করল? বা কোথা থেকে সে এসেছে? কি তার মোটিভ এসব নিয়ে কোন তথ্য জানাতে পারেনি মেজিয়া থানার পুলিশ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Similar News