করোনা সতর্কতাকে উপেক্ষা করে,করোনা সংক্রমণের আশঙ্কায় ভিন রাজ্যের শ্রমিকদের হটাতে, মেজিয়ায় কারখানা গেটে বিক্ষোভ স্থানীয়দের।

Update: 2020-04-03 10:56 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা থেকে বাঁচার দাবীতে, করোনা সতর্কতাকে উপেক্ষা করেই একটি প্লাস্টিকের বস্তা তৈরীর কারখানায় বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। মেজিয়া ব্লকের গোস্বামী গ্রামের ঘটনা।

এই কারখানায় কর্মরত ভিন রাজ্যের শ্রমিকদের থেকে, গ্রামে করোনা সংক্রমণ ঘটার আশঙ্কা রয়েছে এমন ভীতি থেকেই গ্রামের মানুষ এদিন কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবী,অবিলম্বে বহিরাগত শ্রমিকদের কারখানা থেকে হটাতে হবে। পাশাপাশি, বিক্ষোভকারীদের অভিযোগ, লকডাউনের মধ্যেই এখানে কারখানা চলছে। স্থানীয় শ্রমিকরাও ভিন রাজ্যের শ্রমিকদের সাথে কাজ করছেন। তাই তারাও সংক্রমণের আতঙ্কে আছেন। আবার কোনো শ্রমিক এই লকডাউনে কাজে না আসতে চাইলে তাকে চাকরী থেকে বরখাস্তেরও হুমকী দিচ্ছে কারখানা কতৃপক্ষ। এমন অভিযোগ তুলে সরব হয়েছেন বিক্ষোভকারীরা।

যদিও, কারখানা কতৃপক্ষ পাল্টা দাবী, তারা জেলা প্রশাসনের অনুমতি নিয়েই কারখানা চালু রেখেছেন। আর ভিনরাজ্যের শ্রমিকরা কাজ করলেও তারা কারখানা ক্যাম্পাসের মধ্যেই আছে।কেও গ্রামে বের হচ্ছে না। তাই গ্রামের মানুষের আতঙ্কের কোন কারণ নেই বলেও দাবী করেন এই কারখানার ম্যানেজার আর,কে,সিং।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-deceased-mother-and-her-two-year-old-son-and-12-passengers-were-injured-when-a-passenger-bus-overturned-in-baguli-barjora/img-20200304-wa0034/" rel="attachment wp-att-8257">

Similar News