বাজ পড়ে মৃত বিএসএফ জওয়ান আশিষ ঘোষের পরিবারকে সমবেদনা জানাতে গোয়ালডাঙ্গায় সাংসদ সুভাষ সরকার।

Update: 2019-10-12 13:43 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাংলাদেশ সীমানায় কর্তব্যরত অবস্থায় বাজ পড়ে মৃত বিএসএফ জওয়ান আশিষ ঘোষের পরিবারকে সমবেদনা জানাতে আজ গোয়ালডাঙ্গায় গ্রামে যান বাঁকুড়া লোকসভার সাংসদ ডাঃ সুভাষ সরকার। তিনি মৃত জওয়ানের স্ত্রী ও সন্তানদের সাথে কথাও বলেন। এবং এই পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। প্রসঙ্গত,বিএসএফের ৫৪ নাম্বার ব্যাটেলিয়ানের জওয়ান আশিষ ঘোষ রাজ্যের নদীয়া জেলার ভারত -বাংলাদেশ সীমানায় প্রহরার কাজ করছিলেন। অষ্ঠমীর দিন প্রবল বৃষ্টির মধ্যে কর্তব্যে আবিচল ছিলেন তিনি। আচমকা বাজ পড়লে প্রান হারান জেলার গঙ্গাজলঘাটি থানার, গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা এই বিএসএফ জওয়ান। নবমীর দিনই উৎসবের আবহে গ্রামে পৌঁছয় এই শোক বার্তা। কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার,পরিজন ও প্রতিবেশীরা।

বিজয়ার দিন, আশিষের মরদেহ গ্রামে পৌঁছায়। চোখের জলে, শোক মিছিল করে তাকে বিদায় জানান গ্রামের মানুষ। গান স্যালুটে শেষ সম্মান জানানোর পর গ্রামের শ্মশানে তার অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। আজ গ্রামে গিয়ে মৃত জওয়ানের পরিবারকে সমবেদনা জানান সাংসদ সুভাষ সরকার।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/chatra-raban-kata-spl-story/img-20191011-wa0005/" rel="attachment wp-att-6787">

Similar News