নো এন্ট্রি উপেক্ষা করে দূর্গাপুর ব্যারেজে বেপরোয়া লরির তান্ডব,আহত ৭ জন,ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ী ও বাইক।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : "নো এন্ট্রি"- কে উপেক্ষা করে দূর্গাপুর ব্যারেজে একটি লরির বেপরোয়া তান্ডবে তুলকালাম কান্ড ঘটল। পর,পর কয়েকটি গাড়ী ও মোটর বাইক কে ধাক্কা মারে এউ বেপরোয়া লরিটি। যার ফলে ৭ জন গুরুতর আহত হন তাদের সাথে,সাথে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চার জনের অবস্থার অবনতি হলে তাদের বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।লরির তান্ডবে কয়েকটি গাড়ী যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি মোটোর সাইকেল গুঁড়িয়ে গেছে। এই পথ দূর্ঘটনার জেরে দূর্গাপুর ব্যারেজে ব্যাপক যানজট তৈরি হয়েছে। পাশাপাশি, বাঁকুড়া -দূর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]