মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে এসে নিখোঁজ বৃদ্ধের খোঁজ মিলল ছাতনায়।

Update: 2020-02-13 02:42 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর কর্মীসভায় যোগ দিতে এসে নিখোঁজ হওয়া বৃদ্ধের খোঁজ মিলল। মেজিয়ার বাসিন্দা হারাধন বাউরীকে জেলার ছাতনা থানা এলাকার সাধুর আশ্রমে পাওয়া যায়। স্থানীয়রা ছাতনা থানায় খবর দিলে থানা তাকে নিরাপদ হেফাজতে রাখে।এবং পুলিশ আজ তাকে বাড়ী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারী শহরের সতীঘাটে মুখ্যমন্ত্রীর বুথ কর্মী সম্মেলনে যোগ দিতে এসে নিখোঁজ হন হারাধন বাবু।

Similar News