চলে গেলেন তৃণমূল নেতা আভাষ পান্ডে। গঙ্গাজলঘাটি জুড়ে শোকের ছায়া।

Update: 2020-02-20 17:18 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :(শুভেন্দু লায়েক,গঙ্গাজলঘাটি) :- বাঁকুয় জেলা তৃণমূল ফের হারাল আর এক লড়াকু নেতা আভাস পান্ডেকে। গঙ্গাজলঘাটি ব্লক জুড়ে আভাস বাবুর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আভাস বাবুকে হারিয়ে শোকের ছায়া সারা গঙ্গাজলঘাটির রাজনৈতিক মহলে।

আভাষ বাবু দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় তিনি ভুগছিলেন। রাত ২ টায় তিনি একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।তিনি বর্তমানে রেখে গেলেন স্ত্রী এবং তিন কন্যা ও জামাতাদের। তিনি গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির পাঁচ বছর পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাসভূমি অমরকানন ও কাটাবনী গ্রাম। তৃণমূল সূত্রে খবর আজ তাঁর নিথর দেহ অমরকানন দলীয় কার্যালয়ে রাখা হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। সেখান থেকে তাঁর মরদেহ গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

Similar News