#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিধায়ক তহবিলের বরাদ্দ অর্থে গ্রামে গড়া হল কমিউনিটি হল। জেলার বড়জোড়া বিধানসভার দাঁ পাড়ায় এই নব নির্মিত কমিউনিটি হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়জোড়ার বিধায়ক সুজিত চক্রবর্তী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা সুস্মিতা বিশ্বাস, সুজয় চৌধুরী প্রমুখ। এই কমিউনিটি হল তৈরীতে গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে সহায়তাও করেন বলে জানান এলাকার বাসিন্দা সুবল খাঁড়া,পরেশ খাঁড়ারা। প্রায় ২ লাখ টাকা ব্যায়ে তৈরী হয় এই হলটি। বড়জোড়ার ক্ষেত মজুর অধ্যুষিত এই পাড়ায় কমিউনিটি হলটি গড়ে ওঠায় খুশী স্থানীয় বাসিন্দারা।