বড়জোড়ায় ফেরো অ্যালয় কারখানার দুষনের প্রতিবাদের জের, শ্রমিক -গ্রামবাসী সংঘর্ষ,আহত ৫,গ্রামে উত্তেজনা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফেরো অ্যালয় কারখানার দূষণে জেরবার হয়ে দুর্যোগের মধ্যেই কারখানায় প্রতিবাদ জানাতে গিয়েছিলেন গ্রামবাসীরা। তার জেরেই কারখানার শ্রমিকদের সাথে গ্রামবাসীদের সংঘর্ষ বাঁধে। জেলার বড়জোড়ার দেওচা গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, তারা কারখানা দূষণ বিধি কেন মানবেনা তা কতৃপক্ষকে জানাতে গেলে, কারখানার শ্রমিকরা তাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে দেয়। একজনের নাক ফাটিয়ে দেয়। যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা পাল্টা প্রতিরোধ করতে গেলে দুপক্ষে সংঘর্ষ বেঁধে যায় দুই গ্রামবাসী ও তিন জন কারখানার কর্মী এই সংঘাতের ফলে আহত হন। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীদের অভিযোগ এই বেসরকারি ফেরো অ্যালয় কারখানাটি দীর্ঘদিন ধরে দুষণ ছড়াচ্ছে এলাকায়। গ্রামে পুকুর,চাষের জমি,গাছপালা,ঘরবাড়ীতে কালো কালির আস্তরন পড়ে যাচ্ছে। সাদা গরু বাছুর মাঠে চরতে গেলে কালো হয়ে যাচ্ছে। এতটাই তীব্র হচ্ছে দূষণের দাপট।তাই বাধ্য হয়েই লকডাউনে তারা আমফানের দূর্যোগের মধ্যেই আজ প্রতিবাদে সামিল হন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]