বড়জোড়ায় পথ দূর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা,সরকারী বাস ও ট্রাফিক কিয়স্ক ভাঙচুর জনতার।

Update: 2019-08-30 06:55 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( শ্যামল মন্ডল, বড়জোড়া) :বাঁকুড়া -দূর্গাপুর রাজ্য সড়কের বড়জোড়া চৌমাথায় এক মহিলাকে দক্ষিণ ব্ঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসের ধাক্কা দেওয়ার ঘটনা কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল এলাকা। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পাশাপাশি, পুলিশের ট্রাফিক কিয়স্কেও চড়াও হয়ে অল্প বিস্তর ভাঙ্গচুর চালানো হয়। একই সাথে চলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। যার ফলে বেশ কিছুক্ষণ এই ব্যস্ততম সড়কে ব্যাহত হয় যান চলাচল। সৃষ্টি হয় যানজটেরও।পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। বড়জোড়া থানা এলাকার হরিণাগাড়া গ্রামের বাসিন্দা মমতা বাউরী (৫০) রাস্তা পারাপারের সময় এই দূর্ঘটনায় পড়েন। তার দুটি পায়েই মারাত্মক আঘাত লাগে।

গুরুতর জখম অবস্থায় তাকে সাথে,সাথে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড়জোড়া চৌমাথা মোড়ে ট্রাফিক পুলিশ থাকা স্বত্ত্বেও বারবার এই ধরনের দূর্ঘটনা ঘটছে। দূর্ঘটনা ঠেকাতে তাই তারা পুলিশ প্রশাসন কে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার দাবী তুলেছেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/grs-associations-deputation-at-nodal-office/img-20190820-wa0002/" rel="attachment wp-att-6198">

Similar News