আজও দিনভর জল যন্ত্রণায় জেরবার ইন্দাস ও পাত্রসায়রের বেশ কিছু এলাকায় বাসিন্দারা।

Update: 2021-07-27 18:20 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গত রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতেই জেলার পাত্রসায়রের ফকিরডাঙ্গা সহ কিছু এলাকা এবং ইন্দাসের গোকুলচক,বেলবন্দি,

আব্দুলপুর সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েন সেখানকার বাসিন্দারা। সামড়োঘাটে রাস্তা জলের তলায়। প্রায় এক কোমর জল দাঁড়িয়েছে রাস্তাতে। গ্রামও জলের তলায়

নিকাশি ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এই হাল। ট্রাক্টর, মোটর ভ্যান চড়ে কোনক্রমে মানুষ যাতায়াত করছেন। এদিকে,প্রচুর কাঁচা বাড়ী বৃষ্টির জেরে ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকায় ব্লক প্রশাসন স্থানীয় স্কুল ঘরে শিবির করে থাকার ব্যবস্থা করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বও গ্রামে,গ্রামে গিয়ে শুকনো খাবার বিলিয়েছেন। ও খোঁজ খবর নিচ্ছেন। গ্রামের মানুষ এই সমস্যার জন্য বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছেন।

অন্যদিকে, ইন্দাস ব্লকের জয়েন্ট বিডিও অনির্বাণ সাহা বলেন যাদের বাড়ী ভেঙে গেছে তারা সরকারিভাবে ক্ষতিপূরণ পাবেন। আর জলমগ্ন এলাকা থেকে মানুষ জনকে স্কুলে শিবির করে রাখার ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।

👁দে খুন 🎦ভিডিও। 

Full View


Tags:    

Similar News