ফর্ম -৭ জমা দিতে না পারায় ক্ষোভ!রাজ্যে রাষ্টপতি শাসন জারি করে ভোট করার পক্ষে সওয়াল বিজেপি বিধায়কের।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সাত নাম্বার ফর্ম জমা দিতে না পেরে এবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের একহাত নেওয়ার পাশাপাশি,বাংলায় সুষ্ঠু ভাবে এসআইআর প্রক্রিয়া এবং অবাধ নির্বাচন করতে হলে একমাত্র উপায় হল রাষ্ট্রপতি শাসন এমনটাই দাবী করলেন বাঁকুড়া জেলার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়ার। তিনি বলেন, ভুয়ো ভোটাদের নাম বাদ দিতে গিয়ে ভাবে বিজেপিকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, এবং বিডিও অফিস থেকে এসডিও অফিস পর্যন্ত ছুটে এলেও কাজের কাজ কিছুই হয়নি। কোথাও সাত নাম্বর ফর্ম জমা দেওয়া যায়নি। এই পরিস্থিতিতে নির্মল বাবু, বাংলা জুড়ে অবাধ ও সুষ্ঠু ভাবে ভোট করতে হলে রাষ্ট্রপতি শাসনই একমাত্র পথ বলে মনে করেন। বিজেপি এই বিধায়ক এদিন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে জোর সওয়াল করেন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇