সোনামুখীতে গুলি করে খুন তৃণমূল বুথ কনভেনারকে,অভিযোগের তীর প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে,উত্তাল চকাই গ্রাম।

পুলিশ এই ঘটনার তদন্তে নেমে দুজনকে আটক করেছে। মৃত তৃণমূল নেতার পরিবার এই খুনের ঘটনায় প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি নাসিম সেখের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন৷;

Update: 2025-08-12 14:25 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া জেলার সোনামুখীর চকাই গ্রামে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ কনভেনার সেকেন্দর খান ওরফে সায়নকে গুলি করে খুনের ঘটনায় নাম জড়ালো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি নাসিম সেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে। স্বাভাবিক ভবেই বিধানসভা ভোটের আগে এই খুনের ঘটনায় ফের গোষ্ঠী কোন্দল প্রকট হয়ে উঠল চকাই গ্রামেচ।এর আগেও গত ২ রা মার্চ এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে উঠেছিল।এবং তখনও গুলি চলেছিল।তারই রেশ ধরে সোমবার এই গুলি করে খুনের ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে। সেকেন্দর খান সোমবার রাতে এক ক্যান্সার আক্রান্ত আত্মীয় কে দেখে চকাই গ্রামে বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে ডিভিসির সেচ খালের পাড়ে তাকে লক্ষ্যকরে এলোপাতাড়ি গুলি চালানো হয়। পিঠে ও মাথায় গুলি লাগে তার।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এবং পরে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মর্গে পাঠায়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে দুজনকে আটক করেছে। মৃত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে এই খুনের ঘটনায় প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি নাসিম সেখের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন৷ এদিকে,স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা সেকেন্দর বুথ কনভেনারের দায়িত্ব পাওয়ার জেরেই তাকে খুন করা হল।প্রসঙ্গত, নাসিম ও সেকেন্দর এই দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল দীর্ঘ দিনের৷ সেই কোন্দলের জেরেই এই খুনের ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশও এই খুনের ঘটনার কিনারা করতে জোর কদমে তদন্ত শুরু করেছে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News