টাইগারের ডেরায় লুকিয়েও শেষ রক্ষা হল না, তৃণমূল বুথ কনভেনার খুনে গ্রেপ্তার প্রাক্তন বুথ সভাপতি নাসিম। রিভলবার উদ্ধারের জন্য নাসিমকে ম্যরাথন জেরা!
ধৃতরা সরাসরি গুলি করার কাজে যুক্ত ছিলেন? না অন্য কোন ভারাটে খুনী দিয়ে গুলি করানো হয়েছে? এই পুরো ঘটনার মুল ষড়যন্ত্র করে নাসিম ও তার দুই ছেলে? এসব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি,রিভলবারট উদ্ধারে নাসিমকে ম্যায়াথন জেরা চলছে বলে সুত্রের খবর।;
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সোনামুখীর চকাই গ্রামে তৃণমূলের বুথ কনভেনার সেকেন্দার খান খুনের ঘটনায় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখকে ধরে ফেলল পুলিশ। যদিও নাসিমকে গ্রেপ্তারের আগেই তার দুই ছেলে হাসিম ও ইব্রাহিম কে পুলিশ গ্রাম থেকে গ্রেপ্তার করেছিল। তবে খুনের ঘটনার পরই চকাই গ্রাম ছেড়ে পুরুলিয়া জেলার মানবাজারের পাথরকাটা গ্রামে নাসিম তার বন্ধু টাইগারের বাড়িতে আশ্রয় নিয়েছিল।এবং সেখান থেকে বিহার বা ঝাড়খন্ড হয়ে অন্যত্র গা ঢাকা দেওয়ার ছক কষেছিল সে।তবে তার সব ছক ভেস্তে দেয় পুলিশ। তার মোবাইল ফোনের লোকেশন ট্রাক করে টাইগারের ডেরা থেকে পুলিশ নাসিমকে গ্রেফতার করে। এবং আজ ধৃত তিনজনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এদিকে,ময়নাতদন্তে মৃত সেকেন্দারের দেহ থেকে ২ টি বুলেট উদ্ধার হয়৷ এবং বুলেট চালানো হয়েছে ৭.৬৫ মিলিমিটার বোরের অটোমেটিক রিভলভার থেকে বলে তদন্তকারী পুলিশ অফিসাররা মনে করছেন। যদিও এই রিভলভার এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এখন প্রশ্ন উঠছে ধৃতরা সরাসরি এই গুলি করার কাজে যুক্ত ছিলেন? না অন্য কোন ভারাটে খুনী দিয়ে গুলি করানো হয়েছে। আর এই পুরো ঘটনার মুল ষড়যন্ত্র করে নাসিম ও তার দুই ছেলে? এসব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি,রিভলবারটি উদ্ধার করতে নাসিমকে ম্যারাথন জেরা চলছে বলে সুত্রের খবর।অন্যদিকে,তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত চকাই গ্রামে গিয়ে মৃত তৃণমূল বুথ কনভেনারের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলেদেন।
এবং সুব্রত বাবুর বলেন পুলিশ ঠিকপথেই তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই বাকি অভিযুক্তরাও ধরা পড়ে যাবে।তবে এই খুন নিছক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোঁদলের জের নাকি নেপথ্যে পারিবারিক কোন বিবাদ রয়েছে তা এখনও স্পট নয়। এখন দেখার পুলিশের তদন্তের জাল গোটানোর সাথে,সাথে কারা জালে আটকা পড়েন? সেদিকেই নজর রয়েছে সবার।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇