লকডাউনে দূর্গাপুর ব্যারেজে বিশেষ নাকা চেকিং পুলিশের, দেখুন ভিডিও প্রতিবেদন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ লকডাউনে বাঁকুড়া - দূর্গাপুর সীমানায় দুর্গাপুর ব্যারেজে পুলিশের বিশেষ নাকা চেকিং এ তৎপরতা ছিক তুঙ্গে। বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার এই সীমানায় আজ সকাল থেকে পুলিশ কোমর বেঁধে নামেন। বড়ো,ছোটো যানবাহনের পাশাপাশি মোটর বাইক ঠেকাতে চলে এই নাকা। মুলত লকডাউনকে উপেক্ষা করে যাতায়াত ঠেকাতেই এই কর্মসুচী নেয় পুলিশ। বিশেষ জরুরী ক্ষেত্র ছাড়া জেলার সীমানা টপকে পারাপার বন্ধ করা হয় এদিন। আসুন দেখে নিন এই নাকা চেকিং এর চিত্র।
*দেখুন 🎦 ভিডিও।[embed]