এক পলকে দেখে নিন জেলার একগুচ্ছ গুরুত্বপূর্ণ খবরাখবর।

Update: 2020-06-03 18:43 GMT

এক পলকে দেখে নিন জেলার একগুচ্ছ গুরুত্বপূর্ণ খবরাখবর।

(১) জেলায় করোনা আক্রান্তের বিরাম নেই! এবার নুতন করে জেলায় আক্রান্ত হলেন ১৫ জন।ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭১ জন। আর আজ মাত্র এক জন সুস্থ হয়ে বাড়ী ফেরায় জেলায় মোট সেরে ওঠার সংখ্যা হল ১৯। আর জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট ৫২ জন। যার মধ্যে আজ নুতন করে সক্রিয়ের সংখা হল ১৪ জন।

(২)করোনা আবহে বিজেপির অপপ্রচার,কুৎসার পাল্টা জবাব দিতে কোমর বেঁধে নামছে জেলা তৃণমূল। সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার প্রতি বিধান সভায় সাংবাদিক বৈঠক করে করোনা আবহে শাসক দলের ভুমিকা এবং বিরোধীদের অপপ্রচার ও কুৎসার পাল্টা জবাব দেওয়ার কর্মসুচি নেওয়া হয়েছে। এই কর্মসুচি বিধানসভা ওয়াড়ি চলবে। আজ জেলা তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান তৃণমূল সভাপতি শুভাশিস বটব্যাল। এছাড়াও এই সাংবাদিক বৈঠকে রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরাও উপস্থিত ছিলেন।

(৩) লকডাউনের জেরে ব্যাপক মার খেয়েছে জেলার ওন্দা ব্লকের রামসাগরের ডিম পোনা উৎপাদন ব্যবসায়ীরা। এবার তাদের প্রায় একশো কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে এখানকার ১৫০ জন হ্যাচারি মালিক। সেই সাথে এই ডিম পোনা উৎপাদনের সাথে যুক্ত প্রায় হাজার দশেক কর্মীও সমস্যায় পড়েছেন। মুলত দক্ষিণ ভারতে এই ডিমপোনার সিংহভাগ রপ্তানী হয়। লকডাউনে তা বন্ধ হওয়ায় ব্যবসা লাটে উঠেছে।

(৪) জেলার মহিলা তৃণমূল অসহায় দুস্থ পরিবারের কাছে আলু,পেয়াঁজ ও মরসুমি সবজি পোঁছে দিতে সারা রাজ্যের সাথে শহরেও অঞ্জলী কর্মসুচি পালন করল। বাঁকুড়া পুর শহরের দুস্থ পরিবার গুলির হাতে সবজি তুলে দিতে টোটো করে তাদের বাড়ী,বাড়ী গেলেন শহরের মহিলা তৃণমূলের প্রমীলা ব্রিগেড।

(৫) সার দক্ষিণ বঙ্গের সাথে বাঁকুড়া জেলা জুড়েও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আজ ১২ দফা দাবীতে অবস্থান বিক্ষোভ কর্মসুচি নেয় এবিভিপির জেলা শাখা। করোনা পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্র সমস্ত রকম ফি মুকুব। হোস্টেল ফি মুকুব,অতিরিক্ত ক্লাস নেওয়ার দাবী রয়েছে।

(৬) ওন্দায় দলবদলের হিড়িক অব্যাহত। আজ বিকেলে এখানকার চুড়ামণিপুর অঞ্চলের ২৫ টি পরিবার তৃণমূল ছেড়ে আজ বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা অমরনাথ শাখা।

(৭)গ্রামের উপ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স আশাকর্মীদের করোনা পরিস্থিতিতে গ্রামে স্বাস্থ্য পরিষেবা প্রদানে নিরলস প্রচেষ্টার জন্য এদিন প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করল স্থানীয় বিজেপি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Similar News