সমহারে বেতন ও চাকরীর স্থায়ী করণের দাবীতে কলেজের অস্থায়ী কর্মচারীরা সামিল ধর্মঘটে।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলা জুড়ে কলেজের অস্থায়ী কর্মচারীরা তাদের চাকরীর স্থায়ীকরণ সহ ৬০ বছরের চাকরীর মেয়াদ নির্দিষ্ট করা এবং সম কাজে সম বেতনের নীতি মেনে স্থায়ী কর্মীদের সমান বেতন সহ এক গুচ্ছ দাবীতে আজ পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ডাকে অবস্থান ধর্মঘটে সামিল হন। যদিও জেলাত ২৪ টি কলেজের মধ্যে ১৬টি কলেজে পার্ট টুর বোটানি ও পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষার সিট পড়ায় কলেজগুলিকে আজ ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়। যদিও বাকি গুলোতে যথারীতি ধর্মঘট পালিত হয়। ধর্মঘটি সংগঠনের জেলা সভাপতি সদানন্দ সাহু জানান এর পর ও যদি সরকারের পক্ষ থেকে তাদের দাবী না মেটানো হয়, তাহলে আগামী ১২ সেপ্টেম্বরে কলকাতায় কেন্দ্রীয় ভাবে আমরণ অনশনে সামিল হবেন সারা রাজ্যের কলেজের অস্থায়ী কর্মীরা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]