লকডাউনে শ্রমিকদের বেতন অমিল,তৃণমূলের লোক ভাঙ্গিয়ে জঙ্গি আন্দোলনে বিজেপি,আক্ষেপ তৃণমূল নেতার।

Update: 2020-04-26 01:58 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনেও বিরাম নেই রাজনীতির কুট কাচালির!এবার লকডাউনে বড়জোড়ার একটি বেসরকারি ইস্পাত কারখানায় বকেয়া বেতন আদায়ের দাবীতে তৃণমূলের সমর্থক কিছু শ্রমিকদের নিজেদের সাথে ভিড়িয়ে শনিবার সকালে কারখানা গেটে বিক্ষোভে সামিল হয় বিজেপির শ্রমিক শাখা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন। অভিযোগ, তাদের এদিনের বিক্ষোভ কর্মসূচি অচিরেই জঙ্গী আন্দোলনের পরিণত হয়। উত্তেজিত শ্রমিকরা প্রায় তিনমাস বেতন না মেলায় ক্ষোভে কারখানা লক্ষ্য করে ব্যাপক ইট,পাটকেল ছোঁড়েন। আর এই ঘটনায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি তাদের ইউনিয়নের শ্রমিকদের হাইজ্যাক করারও অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে।

যদিও,বড়জোড়ায় শ্রমিক মহলে তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রাধান্য রয়েছে বলেই জেলার রাজনৈতিক মহল মনে করে। তারই মধ্যে লকডাউনে শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে,তৃণমূল ভাঙ্গিয়ে,বেশ কিছু শ্রমিককে তাদের আন্দোলনের সামিল করিয়ে,বড়জোড়ার শ্রমিক রাজনীতিতে আলোড়ন ফেলে দেয় বিজেপি। আর এই ঘটনায় আক্ষেপ চেপে রাখতে পারেননি তৃণমূল নেতৃত্ব। সংবাদ মাধ্যমের কাছে নিজে মুখে তা স্বীকারও করে নেন বড়জোড়ার দাপুটে তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি অলোক মুখোপাধ্যায়।

অন্যদিকে, বিজেপির শ্রমিক সংগঠনের বড়জোড়া ব্লক সভাপতি গোবিন্দ ঘোষ তৃণমূলের তোলা অভিযোগে আমল না দিয়ে জানান,আজকের আন্দোলনে রাজনীতির রঙ দেখা ঠিক নয় । সব দলের সমর্থক শ্রমিকরাই আন্দোলনে আছেন।

প্রসঙ্গত, বাঁকুড়া জেলায় কদিন আগেই একই ঘটনা ঘটে ছাতনায়। তার পর আজ বড়জোড়ার হরিরামপুর একইভাবে উত্তাল হল শ্রমিক বিক্ষোভে।

হরিরামপুরের শ্রমিকদের অভিযোগ,তারা তিন মাস বেতন পাননি।লকডাউনে কাজ নেই। ঘরে বসে অন্ন জোটানো দুষ্কর হয়ে পড়েছে। তাই তারা বাধ্য হয়েই এই বিক্ষোভে সামিল হয়েছেন।

এদিকে,কারখানা কর্তৃপক্ষ জানাচ্ছেন,শ্রমিকরা হিসেব মতো মার্চ মাসের ১৮ দিনের বকেয়া বেতন পাবেন। তিনমাস নয়। কতৃপক্ষের দাবী,এই বকেয়া কিছুদিনের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/bloody-bodies-recovered-at-village-adjoining-field-in-simalapal-sdpo-of-khatara-started-investigation/img-20200311-wa0045/" rel="attachment wp-att-8342">

Similar News