সেতুর রেলিং টপকে নদী গর্ভে পড়ল গাড়ী! আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেলেন চার যাত্রী। #দেখুন 🎦 ভিডিও। 👇

Update: 2020-01-02 18:44 GMT

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (তাপস সিনহা, জি, ঘাটি): নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং টপকে প্রায় ৩০ ফুট নীচে নদীতে গিয়ে পড়ল একটি সুইফট ডিজায়ার গাড়ী! গাড়ীটি দুমড়া, মুচড়ে গেলেও গাড়ীতে চড়ে থাকা চার যাত্রী আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁছে যান। তারা নাম মাত্র আঘাত পেলেও এযাত্রায় নুতন জীবন ফিরে পেয়ে তারা খুশী সকলেই। এই চার জন পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে গয়ার উদ্দেশ্যে রওয়না দেন। বাঁকুড়ার ওপর দিয়ে যাওয়ার পথে বাঁকুড়া -রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের গঙ্গাজলঘাটি থানার অমরকাননের কাছে শালী নদীর সেতুতে ঘটেক এই দূর্ঘটনা। গাড়ীটি নদী গর্ভে পড়ে গেলেও চার যাত্রীর কোনো ক্ষতি হয়নি। পুলিশ চার জনকে তাদের বাড়ী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়।

#🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Similar News