বড়জোড়ার বাগুলীতে যাত্রীবাহী বাস উল্টে মৃত মা ও তার দুই বছরের সন্তান,আহত ১২।

Update: 2020-03-04 11:51 GMT

#BIG BREAKING NEWS : বড়জোড়ার বাগুলীতে যাত্রীবাহী বাস উল্টে মৃত মা ও তার দুই বছরের সন্তান। আহত অন্তত ১২ জন। পরমা নামে বেসরকারী বাসটি পুরুলিয়া থেকে দুর্গাপুর যাচ্ছিল। বাগুলীতে একটি ছোটো মোটর গাড়ীকে সাইড দিতে গিয়ে ঘটে বিপত্তি। আচমকা ব্রেক কষায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটে এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম চুমকী দাস (২৫)এবং তার শিশু সন্তানের নাম সায়ন (২)। চুমকী দেবীর বাপের বাড়ি বড়জোড়ার মালিয়াড়া গ্রামে। এদিন ছেলেকে সঙ্গে নিয়ে তিনি সোনামুখীতে শ্বশুর বাড়ি ফিরতে,এই বাসে চড়ে রওনা দেন। বাসে ওঠার মিনিট কয়েকের মধ্যেই পড়েন ভয়াবহ দুর্ঘটনার কবলে ।প্রাণ হারাতে হয় তাকে ও তার সন্তানকে। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালিয়াড়া ও সোনামুখী জুড়ে। অন্যদিকে,বাসের মধ্যে থাকা আরও ১২ জন যাত্রীও কমবেশি জখম হয়েছেন এই দূর্ঘটনায় আহতদের মধ্যে ৫ জন কে বাঁকুড়া ও দুর্গাপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। বাকীদের চিকিৎসা চলছে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।

দেখুন 🎦 ভিডিও। 👇[embed]Full View href="https://www.bankura24x7.com/the-deceased-mother-and-her-two-year-old-son-and-12-passengers-were-injured-when-a-passenger-bus-overturned-in-baguli-barjora/img-20200304-wa0034/" rel="attachment wp-att-8257">

Similar News